ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

চার দফা দাবিতে রাজধানীতে গণঅনশন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৮ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৯
চার দফা দাবিতে রাজধানীতে গণঅনশন গণঅনশনে বাংলাদেশ সাধারণ ছাত্রকল্যাণ পরিষদ। ছবি: শাকিল আহমদ

ঢাকা: সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছরে উন্নীত করাসহ চার দফা দাবিতে রাজধানীতে গণঅনশন করেছে বাংলাদেশ সাধারণ ছাত্রকল্যাণ পরিষদ।

শনিবার (২৬ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে ওই সংগঠনের নেতাকর্মীরা এ কর্মসূচি পালন করেন।  

কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনটির দু’প্রধান সমন্বয়ক মুজাম্মেল মিয়াজী ও সুরাইয়া ইয়াসমিনসহ অন্য সদস্যরা।

মুজাম্মেল মিয়াজী বলেন, সরকার চাকরিতে প্রবেশের বয়স না বাড়িয়ে অবসরের বয়সসীমা দু’বছর বাড়িয়েছে। ফলে বেকারত্বের হার আরও বেড়েছে। সেক্ষেত্রে চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করা সম্পূর্ণ যৌক্তিক।

বাংলাদেশ সাধারণ ছাত্রকল্যাণ পরিষদের অন্য দাবিগুলো- অমানবিক আবেদন ফি কমিয়ে ৫০ থেকে ১শ টাকার মধ্যে নির্ধারণ করতে হবে, নিয়োগ পরীক্ষাগুলো জেলা-বিভাগীয় পর্যায়ে নিতে ও তিন থেকে ছয়মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্নসহ সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে।

বাংলাদেশ সময়: ১৫০৪ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৯
ডিএন/এফএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।