শনিবার (২৬ অক্টোবর) সকাল ৯টা ২৫ মিনিটে ধানমন্ডি-৬/এ ঈদগাহ মাঠের পাশে ১২তলা ওই ভবনের তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয়।
দুপুরে ওই নারীর মরদেহ শনাক্ত করেন গৃহকর্ত্রী অধ্যাপক ডা. আশরাফুন্নেছা।
আশরাফুন্নেছা বলেন, ওই নারীর নাম জামিলা কুটি (৬০)। তার স্বামীর নাম মৃত সাহেব আলী। গ্রামের বাড়ি গাইবান্ধার সাঘাটা উপজেলার কচুয়া গ্রামে। তিনি এক মাস ধরে আমার বাসায় কাজ করছেন।
তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে, অগ্নিকাণ্ডের সময় জামিলা সিঁড়ি দিয়ে নিচে নামতে গিয়ে ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক জামিলাকে মৃত ঘোষণা করেন।
বাংলাদেশ সময়: ১৫১৬ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৯
এজেডএস/আরবি/