শনিবার (২৬ অক্টোবর) সকালে ঝিনাইদহ সদর হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত নন্দ কুমার ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার কুল্লা পাড়া গ্রামের গোপাল চন্দ্রের ছেলে।
ঝিনাইদহ কারাগারের জেলার নিজাম উদ্দিন বাংলানিউজকে এতথ্য নিশ্চিত করে জানান, গত মঙ্গলবার (২২ অক্টোবর) ডাকাতি মামলায় আদালত নন্দ কুমারকে জেলহাজতে পাঠান। শনিবার সকালে হঠাৎ নন্দ কুমারের বুকে ব্যথা শুরু হয় তিনি অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। কি কারণে তার মৃত্যু হয়েছে ময়নাতদন্তের পর জানা যাবে বলে জানিয়েছেন চিকিৎসক।
বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৯
আরএ