ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

নুসরাতের বাড়ির সামনে ‘অপ্রকৃতস্থ’কে ধরে ডাকা হলো স্বজনদের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৭ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৯
নুসরাতের বাড়ির সামনে ‘অপ্রকৃতস্থ’কে ধরে ডাকা হলো স্বজনদের নুসরাতের বাড়ির আঙিনায় পুলিশ পাহারা

ফেনী: ফেনীর সোনাগাজীর নিহত মাদ্রাসাছাত্রী নুসরাত জাহানের বাড়ির সামনে থেকে জসিম উদ্দিন নামের ‘অপ্রকৃতিস্থ’ এক ব্যক্তিকে ধরেছে পুলিশ। স্বজনদের হাতে তুলে দিতে ডাকা হয়েছে ওই ব্যক্তির ভাইকে।

সোনাগাজী মডেল থানা পুলিশ জানায়, অসংলগ্ন কথাবার্তা বলার কারণে শুক্রবার (২৬ অক্টোবর) দিনগত রাত আড়াইটার দিকে ওই ব্যক্তি নুসরাতের বাড়ির সামনে থেকে ধরে স্বজনদের খবর দেওয়া হয়েছে। তার বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কুতুবখালী গ্রামে।

ফেনী জেলা পুলিশের সোনাগাজী সার্কেলে সিনিয়র সহকারী পুলিশ সুপার সাইকুল ইসলাম বলেন, শুক্রবার রাতে সিএনজিচালিত একটি অটোরিকশা নিয়ে নুসরাতের বাড়িতে যান জসিম উদ্দিন। কিন্তু তার কথাবার্তায় অসংলগ্নতা ধরা পড়ে।

জসিমের ভাইয়ের বরাতে তিনি আরও বলেন, ‘জসিম উদ্দিন মেন্টাল ডিসঅর্ডার (অপ্রকৃতিস্থ) বলে তার ভাই জানিয়েছেন। তার ভাই চট্টগ্রাম থেকে এলে জসিমকে তাদের হাতে তুলে দেওয়া হবে। আর অটোরিকশার চালককে নুসরাতের বড় ভাই ও স্থানীয় ইউনিয়ন পরিষদের জিম্মায় দেওয়া হয়েছে। ’

নুসরাত জাহান হত্যা মামলায় ১৬ আসামির সবাইকে গত বৃহস্পতিবার মৃত্যুদণ্ড দেন ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। রায় ঘোষণার পর থেকে দুর্বৃত্তরা নুসরাতের পরিবারের সদস্যদের হুমকি দিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। নুসরাতের বাড়িতে পুলিশ পাহারাও জোরদার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৯
এসএইচডি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।