ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

ফাঁড়ির গ্রিল ভেঙে পালিয়েও রক্ষা হলো না আসামির

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪২ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৯
ফাঁড়ির গ্রিল ভেঙে পালিয়েও রক্ষা হলো না আসামির

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের বন্দরে পুলিশ ফাঁড়ি থেকে পালিয়ে যাওয়ার এক ঘণ্টার পর ফের পুলিশের হাতে আটক হয়েছেন একটি মামলার সন্দেহভাজন আসামি।

শনিবার (২৬ অক্টোবর) দুপুরে বন্দর পুলিশ ফাঁড়িতে এ ঘটনা ঘটে। পলাতক আসামির নাম সবুজ (৩৪)।

তিনি বন্দর রেললাইন এলাকার ইসমাইল সরদারের ছেলে।  

ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোস্তাফিজুর রহমান বাংলানিউজকে বলেন, একটি হত্যা মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে শুক্রবার (২৫ অক্টোবর) দিনগত রাতে তাকে রেললাইন এলাকা থেকে আটক করা হয়। দুপুরে ফাঁড়ির জানালার গ্রিল ভেঙে পুলিশের চোখ ফাঁকি দিয়ে তিনি পালিয়ে যান। এ সময় আমি জোহরের নামাজে ছিলাম, নামাজ শেষে মসজিদ থেকে বের হয়ে ঘটনা জানতে পারি এবং তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাকে ফের আটক করি।  

পরে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান পরিদর্শক  মোস্তাফিজুর।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, ঘটনাটি জানতে পেরেছি, এখানে পুলিশ সদস্যের দায়িত্বে অবহেলা প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৯
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।