ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

কাজ সম্পন্ন হওয়া প্রকল্পগুলো চালু করতে গুরুত্বারোপ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০২ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৯
কাজ সম্পন্ন হওয়া প্রকল্পগুলো চালু করতে গুরুত্বারোপ সংসদীয় স্থায়ী কমিটির প্রতীকী ছবি

ঢাকা: মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের যেসব প্রকল্পের কাজ চূড়ান্তভাবে সম্পন্ন হয়েছে সেগুলোর কার্যক্রম চালু করার বিষয়ে জোরালোভাবে গুরুত্বারোপ করেছে মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

রোববার (২৭ অক্টোবর) একাদশ জাতীয় সংসদের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৮ম বৈঠকে এ গুরুত্বারোপ করা হয়। জাতীয় সংসদ ভবনে স্থায়ী কমিটি কক্ষ-১ এ বৈঠকটি অনুষ্ঠিত হয়।

 

জাতীয় সংসদ সচিবালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বৈঠকে কমিটির সভাপতি মেহের আফরোজ এতে সভাপতিত্ব করেন। বৈঠকে কমিটির সদস্য এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফজিলাতুন নেছা, মো. আব্দুল আজিজ, শবনম জাহান, লুৎফুন নেসা খান ও সৈয়দা রাশিদা বেগম অংশগ্রহণ করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মানুষের চাহিদা রয়েছে এমন ধরনের গ্রহণযোগ্য পণ্য উৎপাদন ও বাজারজাতকরণের প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ সম্পর্কে বৈঠকে আলোচনা হয়। মানুষের চাহিদার ভিত্তিতে বিভিন্ন পণ্য সামগ্রী উৎপাদন এবং জয়িতা ফাউন্ডেশন, অঙ্গনা ও সোনারতরীর মাধ্যমে বাজারজাত করা হচ্ছে মর্মে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়। নির্মাণকৃত ও নির্মিতব্য সব কর্মজীবী মহিলা হোস্টেলের সঙ্গে ডে-কেয়ার সেন্টার যুক্তকরণ এবং গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলায় কর্মজীবী মহিলা হোস্টেল নির্মাণ ও শিশু দিবাযত্ন কেন্দ্র স্থাপন প্রকল্পের অগ্রগতি বিষয়ে বৈঠকে ফলপ্রসূ আলোচনা হয়। যেসব প্রকল্পের কাজ এরইমধ্যে চূড়ান্তভাবে সম্পন্ন হয়েছে সেগুলোর কার্যক্রম প্রকৃতপক্ষে চালু করার বিষয়ে স্থায়ী কমিটি জোরালোভাবে গুরুত্বারোপ করেন।

বৈঠকে জাতীয় মহিলা সংস্থার আওতাধীন কেন্দ্রীয়, জেলা ও উপজেলাভিত্তিক চলমান প্রকল্পগুলোর কার্যক্রম ও অগ্রগতি বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। তথ্য আপাঃ ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্পের (২য় পর্যায়) আওতায় ২০১৯-২০ অর্থবছরে ৪৯০টি উপজেলায় প্রতিষ্ঠিত ৪৯০টি তথ্য কেন্দ্রের মাধ্যমে ডোর টু ডোর সেবা দেওয়া ও উঠান বৈঠক আয়োজনের মাধ্যমে এখন পর্যন্ত প্রায় পাঁচ লাখ চার হাজার ২৬৫ জন গ্রামীণ অনগ্রসর নারীকে তথ্য প্রযুক্তির মাধ্যমে তাদের দৈনন্দিন সমস্যা সমাধান এবং তথ্যসেবা দেওয়া হয়েছে, নগরভিত্তিক প্রান্তিক মহিলা উন্নয়ন প্রকল্পের (২য় পর্যায়) মাধ্যমে শহরভিত্তিক গরিব, দুঃস্থ ও বিত্তহীন মহিলাদেরকে যথোপযুক্ত দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ দিয়ে উৎপাদনমুখী, কর্মক্ষম ও আত্মনির্ভর হিসেবে গড়ে তোলা হচ্ছে, অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের (৩য় পর্যায়) আওতায় ফ্যাশন ডিজাইন, বিউটিফিকেশন, ক্যাটারিং, ইন্টেরিয়র ডিজাইন অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট, মৌমাছি ও মাশরুম ও বিজনেস ম্যানেজমেন্ট বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এবং এর মাধ্যমে কেউ প্রাতিষ্ঠানিকভাবে বা কেউ ঘরে বসে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে স্বাবলম্বী হচ্ছে মর্মে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ হতে জানানো হয়।  

এছাড়া ‘জেলাভিত্তিক মহিলা কম্পিউটার প্রশিক্ষণ প্রকল্প (৬৪ জেলা)’ শীর্ষক প্রকল্পের আওতায় নারীদের কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন এবং গ্রাফিক্স ডিজাইন ও মাল্টিমিডিয়া প্রোগ্রামিং বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে মর্মে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়।

সম্প্রতি দ্রুততার সঙ্গে নুসরাত হত্যাকাণ্ডের রায় ঘোষণার কথা উল্লেখ করে সংসদীয় স্থায়ী কমিটির পক্ষ থেকে কমিটির সভাপতি মেহের আফরোজ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

বৈঠকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ও অন্যান্য কর্মকর্তা,  সংশ্লিষ্ট সংস্থাগুলোর প্রধান ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৯
এসকে/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।