ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

আজিজ মোহাম্মদ ভাইয়ের বাসার দুই কেয়ারটেকার আটক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৮ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৯
আজিজ মোহাম্মদ ভাইয়ের বাসার দুই কেয়ারটেকার আটক

ঢাকা: রাজধানীর গুলশানে আজিজ মোহাম্মদ ভাইয়ের বাসায় অভিযান এখনও চলছে। একই বাউন্ডারিতে দুইটা ভবনে অভিযান চালাচ্ছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

রোববার (২৭ অক্টোবর) বিকেলে গুলশান-২ এর ৫৭ নম্বর রোডের ১১/এ নম্বর আজিজ মোহাম্মদ ভাইয়ের মালিকানাধীন বাসাটিতে অভিযান শুরু করা হয়।  

অভিযানে বিপুল পরিমাণ মদ জব্দ করা হয়।                     <div class=

ছবি: বাংলানিউজ" src="https://www.banglanews24.com/media/imgAll/2019May/bg/73164972_1431388163674826_520191027194750.jpg" style="margin:5px; width:100%" />মাদকদ্রক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক (উত্তর) খোরশেদ আলম বলেন, এখনও আমাদের অভিযান চলছে। বিপুল পরিমাণ মদ জব্দ করা হয়েছে। দুই ভবনের দুই কেয়ারটেকার আটক করা হয়েছে।

তিনি বলেন, আরেকটি ভবনের একটা ফ্ল্যাট থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ ও ক্যাসিনোর সরঞ্জাম জব্দ করা হয়েছে। অভিযান শেষ হলে বিস্তারিত জানানো হবে।  

বাংলাদেশ সময়: ১৯৪৩ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৯
এজেডএস/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।