তার বাবা আরিফুল ইসলাম পেশায় একজন বাবুর্চি। তার বাবার পক্ষে চিকিৎসার এত ব্যয়ভার বহন করা সম্ভব না।
তার বাবা জানান, বাঁধন ভারতের দার্জিলিং জেলার শিলিগুড়িতে অবস্থিত আনন্দলোক হাসপাতালের চিকিৎসক বিশাল গোলের অধীনে চিকিৎসাধীন রয়েছে। চিকিৎসক তার কিডনি প্রতিস্থাপনের কথা বলেছেন।
তিনি বলেছেন আমার দৈন্যদশায় তিনি (চিকিৎসক) সহানুভুতিশীল হয়ে কিডনি দাতা যোগার করেছেন। এখন ওই কিডনি প্রতিস্থাপনে খরচ হবে তিন লাখ টাকা। যা যোগান দেওয়া আমার পক্ষে দুসাধ্য ব্যাপার।
সহায়তা পাঠানোর ঠিকানা: আরিফুল ইসলাম, সঞ্চয়ী হিসাব নম্বর-১৩৮৮৪ রূপালী ব্যাংক, ডিমলা শাখা, নীলফামারী। এছাড়া দু’টি বিকাশ নম্বরেও পাঠানো যাবে নম্বর দুটি ০১৭৭৩০৭৮৮৩৮, ০১৩০৮৬৮০৬০৮।
বাংলাদেশ সময়: ১২১১ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৯
এএটি