সোমবার (২৮ অক্টোবর) সকালে শহরের জেলা জজ আদালতের পরিত্যক্ত ভবনের প্রাচীরের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
রাকিব পাবনার সুজানগর উপজেলার বংকুলিয়া গ্রামের সাইন সাগরের ছেলে।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) সমীর কুমার সরকার বাংলানিউজকে বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে রাকিবের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এছাড়া পুলিশের একাধিক কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
মরদেহের শরীরে আঘাতের চিহ্ন থাকলেও প্রাথমিকভাবে হত্যার কারণ কিংবা অন্যকোনো ক্লু উদঘাটন করা যায়নি। তবে ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে তদন্তে গতি আসবে।
বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৯
ইউজি/ওএইচ/