জান্নাতুল ঈশ্বরদী পৌর এলাকার ২নম্বর ওয়ার্ডের পিয়ারাখালী গোরস্থানপাড়া নিবাসী নুর ইসলামের বড় মেয়ে। তিনি ঈশ্বরদী সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্রী ছিলেন।
সোমবার (২৮ অক্টোবর) দুপুর সাড়ে ১২ টায় সুরতাহাল শেষে ময়নাতদন্তের জন্য ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এর আগে রোববার (২৭ অক্টোবর) দিনগত রাত সাড়ে ১২ টা থেকে সকাল সাড়ে ৬ টার যেকোনো সময় নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে জান্নাতুল আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
জান্নাতুলের বাবা নুর ইসলাম বাংলানিউজকে বলেন, পড়াশোনায় অনেক ভালো ছিলো জান্নাতুল। বিজ্ঞান বিভাগের ছাত্রী হওয়ায় মাঝে মধ্যে পড়ার জন্য চাপ দেওয়া হতো। রোববার রাতে সে স্বাভাবিক ছিলো। রাত সাড়ে ১২টার সময় রাতের খাওয়া-দাওয়া শেষ করে নিজ ঘরে ঘুমিয়ে পড়ে। সোমবার সকালে সাড়ে ৬টায় ডাকাডাকি করলেও ওর কোনো সাড়াশব্দ না পেয়ে ঘরের ভেতরে ঢুকে দেখি সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় রয়েছে। পরে বিষয়টি পুলিশকে অবগত করা হয়। দুপুর সাড়ে ১২ টার দিকে মরদেহ উদ্ধার করে পুলিশ।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দীন ফারুকী বাংলানিউজকে জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে ঈশ্বরদী থানায় অপমৃত্যু (ইউডি) মামলা নথিভুক্ত হয়েছে।
বাংলাদেশ সময়: ১৩১৪ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৯
ওএইচ/