ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

‘স্কাউট থেকে শিক্ষা নিয়ে দেশের কল্যাণে কাজে লাগাতে হবে’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১৯ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৯
‘স্কাউট থেকে শিক্ষা নিয়ে দেশের কল্যাণে কাজে লাগাতে হবে’

পঞ্চগড়: রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, স্কাউট থে‌কে শিক্ষা নি‌য়ে অংশগ্রহণকারী স্কাউটরা দে‌শের কল্যা‌ণে কা‌জে লাগা‌বে।

সোমবার (২৮ অক্টোবর) রা‌তে শাহজাহানপুর রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়ে অনু‌ষ্ঠিত বাংলাদেশ স্কাউটস রেলওয়ে অঞ্চলের ৩য় রেলওয়ে আঞ্চলিক কাব ক্যাম্পুরী এর সমাপনী অনুষ্ঠা‌নে মন্ত্রী এ কথা ব‌লেন।

মন্ত্রী ব‌লেন, এ কাব ক্যাম্পুরীতে বাংলাদেশ রেলওয়ের ১৪টি স্কাউট জেলা থেকে ৪৪টি দল অংশ নেয়।

এখানে ছেলেদের ৩২টি এবং মেয়েদের ১২টি দল অংশ নেয়। প্রতি দলে ৭ জন করে স্কাউট আছে। এছাড়া রোভার স্কাউট ৫০ জন ভলান্টিয়ার এবং বাংলাদেশ রেলওয়ের ১৫০ জন বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী এই অনুষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। প্রতিটি দলে ৬ থেকে ১১ বছরের ছেলেমেয়ে অংশ নিয়েছে। এরা সবাই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।

‘বাংলাদেশ স্কাউটসের ৪র্থ বার্ষিকী অনুষ্ঠানের পরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে রেলওয়ে অঞ্চলের এ কাব ক্যাম্পুরী বিশেষ তাৎপর্যপূর্ণ। কারণ একজন কাব স্কাউটের জীবনে কমপক্ষে একবার এ ধরনের বড় অনুষ্ঠানে অংশ নেওয়ার সুযোগ বিশেষ গুরত্ব বহন করে। অঞ্চল পর্যায়ে প্রতি চার বছর পরপর একবার কাব ক্যাম্পুরী বাস্তবায়ন হওয়া প্রয়োজন। যারা অংশ নিয়েছে সব শিক্ষার্থীরা এখান থেকে যে শিক্ষা পাবে তা তারা দেশের কল্যাণে কাজে লাগাবে বলে আমি আশা করছি। ’

এ কাব ক্যাম্পুরীর এবারের থিম নির্ধারণ করা হয়েছে ‘কাবিং করবো, পরিচ্ছন্ন দেশ গড়বো’ যা স্কাউটিংয়ের লক্ষ্য ও উদ্দেশ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

অনুষ্ঠানে সভাপতিত্ব ক‌রেন বাংলাদেশ রেলওয়ের অ‌তি‌রিক্ত মহাপরিচালক (অবকাঠা‌মো) মো. খন্দকার শহীদুল ইসলাম, বাংলাদেশ স্কাউটস ও মুখ্য সমন্বয়ক (এসডিজি) সভাপতি মো. আবুল কালাম আজাদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ০১১৮ ঘন্টা, অক্টোবর ২৯, ২০১৯
এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।