সোমবার (২৮ অক্টোবর) রাতে শাহজাহানপুর রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত বাংলাদেশ স্কাউটস রেলওয়ে অঞ্চলের ৩য় রেলওয়ে আঞ্চলিক কাব ক্যাম্পুরী এর সমাপনী অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন।
মন্ত্রী বলেন, এ কাব ক্যাম্পুরীতে বাংলাদেশ রেলওয়ের ১৪টি স্কাউট জেলা থেকে ৪৪টি দল অংশ নেয়।
‘বাংলাদেশ স্কাউটসের ৪র্থ বার্ষিকী অনুষ্ঠানের পরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে রেলওয়ে অঞ্চলের এ কাব ক্যাম্পুরী বিশেষ তাৎপর্যপূর্ণ। কারণ একজন কাব স্কাউটের জীবনে কমপক্ষে একবার এ ধরনের বড় অনুষ্ঠানে অংশ নেওয়ার সুযোগ বিশেষ গুরত্ব বহন করে। অঞ্চল পর্যায়ে প্রতি চার বছর পরপর একবার কাব ক্যাম্পুরী বাস্তবায়ন হওয়া প্রয়োজন। যারা অংশ নিয়েছে সব শিক্ষার্থীরা এখান থেকে যে শিক্ষা পাবে তা তারা দেশের কল্যাণে কাজে লাগাবে বলে আমি আশা করছি। ’
এ কাব ক্যাম্পুরীর এবারের থিম নির্ধারণ করা হয়েছে ‘কাবিং করবো, পরিচ্ছন্ন দেশ গড়বো’ যা স্কাউটিংয়ের লক্ষ্য ও উদ্দেশ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) মো. খন্দকার শহীদুল ইসলাম, বাংলাদেশ স্কাউটস ও মুখ্য সমন্বয়ক (এসডিজি) সভাপতি মো. আবুল কালাম আজাদ প্রমুখ।
বাংলাদেশ সময়: ০১১৮ ঘন্টা, অক্টোবর ২৯, ২০১৯
এইচএডি/