সোমবার (২৮ অক্টোবর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত সড়ক ও ফুটপাতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।
অভিযানের নেতৃত্ব দেন রাসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট সমর কুমার পাল।
সমর কুমার পাল জানান, সোমবার বিকেলে নগর ভবনের সামনে থেকে এই উচ্ছেদ অভিযান শুরু হয়। এরপর নগরীর বেশ কয়েকটি জায়গায় অভিযান পরিচালিত হয়। অভিযান চলাকালে ১৭টি মামলায় ৩৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
তিনি জানান, জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।
বাংলাদেশ সময়: ০১৫৭ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৯
এসএস/এইচএডি