ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

রাসিকের অভিযানে অবৈধ স্থাপনা উচ্ছেদ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫৮ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৯
রাসিকের অভিযানে অবৈধ স্থাপনা উচ্ছেদ

রাজশাহী: রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) অভিযানে ৭০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

সোমবার (২৮ অক্টোবর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত সড়ক ও ফুটপাতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।

অভিযানের নেতৃত্ব দেন রাসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট সমর কুমার পাল।

সমর কুমার পাল জানান, সোমবার বিকেলে নগর ভবনের সামনে থেকে এই উচ্ছেদ অভিযান শুরু হয়। এরপর নগরীর বেশ কয়েকটি জায়গায় অভিযান পরিচালিত হয়। অভিযান চলাকালে ১৭টি মামলায় ৩৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

তিনি জানান, জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ০১৫৭ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৯
এসএস/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।