ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে অপহরণকারী আটক, কিশোরী উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০৪ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৯
রাজশাহীতে অপহরণকারী আটক, কিশোরী উদ্ধার

রাজশাহী: রাজশাহী শহরের আম চত্বর এলাকায় অভিযান চালিয়ে এক অপহরণকারীকে আটক করেছে র‌্যাব-৫ এর সদস্যরা।

সোমবার (২৮ অক্টোবর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে অপহরণের শিকার ভিকটিমকে উদ্ধার করে র‌্যাব।

আটক অপহরণকারীর নাম জাহিদুল ইসলাম খোকন (৪৮)। সে মহানগরীর রাজপাড়া থানার বসুয়া এলাকার জহিরুল ইসলামের ছেলে। অপহরণের শিকার ওই কিশোরীর (১৭) বাড়ি মহানগরীর বড় বনগ্রাম এলাকায়।

র‌্যাব-৫ এর কোম্পানি কমান্ডার মাইনুল ইসলাম জানান, মহানগরীর বড় বনগ্রাম এলাকার এক কিশোরীকে অপহরণের অভিযোগে জাহিদুল ইসলামের বিরুদ্ধে শাহ মখদুম থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। এর সূত্র ধরে সোমবার বিকেলে অভিযানে নামে র‌্যাব সদস্যরা। পরে নওদাপাড়া আম চত্বর এলাকা থেকে জাহিদুল ইসলামকে আটক করা হয়।   এ সময় অপহৃতকেও উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে অপহরণকারী জাহিদুল ইসলামকে শাহ মখদুম থানায় সোপর্দ করা হয়েছে। এছাড়া আইনি প্রক্রিয়ার মাধ্যমে ওই কিশোরীকে পরিবারের কাছে হস্তান্তরের কাজ চলছে।

বাংলাদেশ সময়: ০২০৪ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৯
এসএস/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।