ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় দুই হোটেল মালিককে ২৫ হাজার টাকা জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৩ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৯
বগুড়ায় দুই হোটেল মালিককে ২৫ হাজার টাকা জরিমানা

বগুড়া: বগুড়া সদর উপজেলার উপশহর এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে দুই খাবার হোটেলের মালিককে ২৫ হাজার টাকা জরিমান করেছেন।

সোমবার (২৮ অক্টোবর) রাত সাড়ে ৭টায় আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণের অপরাধে ‘পলি হোটেল’ এর প্রোপাইটর মো. আলমাসকে (৬০) ১৫ হাজার এবং ‘শাহিন হোটেল’ এর প্রোপাইটর মো. রাশেদ শেখকে (২৫) ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

সোমবার (২৮ অক্টোবর) সন্ধা সাড়ে ৫টায় বগুড়া সদর উপজেলার উপশহর এলাকায় ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন বগুড়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান এবং তাসমিনুজ্জামান।

এসময় আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা অভিযানে সহায়তা করেন।

বাংলাদেশ সময়: ০২২৩ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৯
কেইউএ/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।