ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

পলিথিনে মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫২ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৯
পলিথিনে মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার

নরসিংদী: নরসিংদীর মনোহরদীতে রাস্তার পাশ থেকে পলিথিনে মোড়ানো এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৮ অক্টোবর) বিকেলে ইটাখলা-মঠখলা আঞ্চলিক মহাসড়কের হাতিরদিয়া চঙ্গভান্ডা থেকে নবজাতকের মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেলে ইটাখলা- মঠখলা আঞ্চলিক মহাসড়কের পাশে চলন্ত একটি প্রাইভেটকার থেকে রাস্তার পাশে পলিথিনে মোড়ানো অবস্থায় নবজাতকের মরদেহটি ফেলা হয়।

পরে পলিথিনে মোড়ানো অবস্থায় নবজাতকটির মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, নবজাতকের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। মঙ্গলবার সকালে নবজাতকের মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ০২৫১ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৯
এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।