ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

ঢাকায় তিন দিনব্যাপী রেডিও এশিয়া কনফারেন্স 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫১ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৯
ঢাকায় তিন দিনব্যাপী রেডিও এশিয়া কনফারেন্স  রেডিও এশিয়া কনফারেন্সে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। ছবি: বাংলানিউজ

ঢাকা: ২২টি দেশের অংশগ্রহণে ঢাকায়  অনুষ্ঠিত হচ্ছে তিন দিনব্যাপী রেডিও এশিয়া কনফারেন্স।

মঙ্গলবার (২৯ অক্টোবর) সকাল সোয়া ১০টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এ কনফারেন্স শুরু হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান, এশিয়া-প্যাসিফিক ব্রডকাস্টিং ইউনিয়নের (এবিইউ) সেক্রেটারি ড. জাভেদ মোত্তাগী, তথ্য সচিব আব্দুল মালেক ও বাংলাদেশ বেতারের মহাপরিচালক নারায়ণ চন্দ্র শিল।  

সম্মেলনে কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, মিশর, ইরান, ভিয়েতনাম ও ভারতসহ ২২টি দেশের ২১২ জন রেডিও ও গণমাধ্যম ব্যক্তিত্ব অংশগ্রহণ করেন।  

বাংলাদেশ সময়:  ১০৫০ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৯
টিএম/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।