ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

ফরিদগঞ্জে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০২ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৯
ফরিদগঞ্জে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

চাঁদপুর: চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া ইউনিয়নের সাহাপুর গ্রামে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ অজ্ঞাতপরিচয় এক ডাকাত নিহত হয়েছেন। 

মঙ্গলবার (২৯ অক্টোবর) সকালে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুদ্দিন বাংলানিউজকে এ তথ্য জানান।
এর আগে, সোমবার (২৮ অক্টোবর) দিনগত রাতে ওই ‘বন্দুকযুদ্ধে’র ঘটনা ঘটে।

 

ওসি রকিবুদ্দিন বাংলানিউজকে জানান, গত কয়েক দিন ধরেই ফরিদগঞ্জে ডাকাতি ও চুরির ঘটনা বেড়ে গিয়েছিল। সোমবার দিনগত রাতে উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযানে নামে পুলিশ। রাতে পাইকপাড়া ইউনিয়নে ডাকাতির প্রস্তুতিকালে অভিযানের বিষয়টি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে ডাকাতরা। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছুড়ে। এতে ডাকাত দলের অন্য সদস্যরা পালিয়ে গেলেও অজ্ঞাতপরিচয় এক ডাকাতকে আহতাবস্থায় আটক করে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

ঘটনাস্থল থেকে জব্দ করা হয় দেশীয় তৈরি একটি পুরাতন পাইপগান, একটি চাইনিজ কুড়াল, একটি তলোয়ার, একটি চাপাতি ও একটি এমএম পাইপান।

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মঞ্জুরুল আলমসহ দুই কনস্টেবল আহত হয়েছেন বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৯/ আপডেট: ১৩২০ ঘণ্টা
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।