সোমবার (২৮ অক্টোবর) রাতে উপজেলার তালপুকুর এলাকায় এ ঘটনা ঘটে। উজ্জল বগুড়া সদর উপজেলার নিশিন্দারা এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে।
স্থানীয়রা জানায়, সোমবার রাত ১১টায় উজ্জলের কয়েকজন বন্ধু বাড়ি থেকে তাকে ডেকে নিয়ে বগুড়া সদর উপজেলার তালপুকুর এলাকায় যান। সেখানে তারা উজ্জ্বলকে ছুরিকাঘাত করে পালিয়ে গেলে স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উজ্জলের নির্দিষ্ট কোনো পেশা ছিল না। মাঝেমধ্যে তিনি বাস ও ট্রাকে হেলপার হিসেবে কাজ করতেন। বিভিন্ন মাদকবিক্রি এবং সেবনের করতেন বলেও জানায় স্থানীয়রা।
বগুড়ার উপশহর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আব্দুল গফুর বাংলানিউজকে জানান, প্রাথমিকভাবে জানা গেছে মাদকসেবনকে কেন্দ্র করে উজ্জলকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে।
বাংলাদেশ সময়: ১১২০ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৯
কেইউএ/আরআইএস/