সোমবার (২৮ অক্টোবর) দিনগত রাতে মরদেহ উদ্ধার করা হয়।
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ বাংলানিউজকে বলেন, ছালমা ধানমন্ডি ১২ নম্বর রোডের ২১ নম্বর বাসার এ/১ নম্বর ফ্ল্যাটের গৃহকত্রী আতিয়া আক্তার বেগমের বাসায় গত নয় মাস যাবত কাজ করতেন।
তিনি বলেন, এক ছেলে ও এক মেয়েকে নিয়ে গৃহকত্রী ওই বাসায় থাকেন। তাদের বাসায় রান্না ঘরের পাশে ছোট একটি কক্ষ রয়েছে। সেখানে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেচিয়ে গলায় ফাঁস দেওয়া ছালমার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। তবে মৃত্যুর কারণ জানা যায়নি।
ছালমা একটি মোবাইল ব্যবহার করতেন। মোবাইল ফোনটি জব্দ করা হয়েছে। বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান ওসি লতিফ।
বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৯
এজেডএস/আরআইএস/