ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

ভবিষ্যতে নারী মেয়র দেখতে চান সাঈদ খোকন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৫ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৯
ভবিষ্যতে নারী মেয়র দেখতে চান সাঈদ খোকন

ঢাকা: ‘নারীর ক্ষমতায়নে দেশ অনেক এগিয়েছে। দেশের প্রধানমন্ত্রী, স্পিকারসহ নারী মন্ত্রী আছেন। আগামীতে ঢাকা সিটি করপোরেশনেও (ডিএসসিসি) একজন নারী মেয়র দেখতে চাই।’

মঙ্গলবার (২৯ অক্টোবর) রাজধানীর লক্ষ্মীবাজারে অবস্থিত ঢাকা মহানগর মহিলা কলেজ আয়োজিত ‘আমি নারী, যা আমার সাফল্য-তা আমারই অর্জন’ শীর্ষক সেমিনারে ছাত্রীদের উদ্দেশ্যে এসব কথা বলেন ডিএসসিসির মেয়র সাঈদ খোকন।

ছাত্রীদের উদ্দেশ্যে তিনি বলেন, নারীর ক্ষমতায়ন হয়েছে।

ভবিষ্যতে সাঈদ খোকনের স্থানেও একজন নারী থাকবে। তোমরা প্রস্তুতি নাও, তোমরা এ দেশের হাল ধরবে, দেশটাকে এগিয়ে নেবে।

সাঈদ খোকন বলেন, আমরা দেশটাকে গড়তে চাই। আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত যেমন বিশ্বের বুকে শক্তিশালী অর্থনৈতিক রাষ্ট্র হিসেবে তাক লাগিয়ে দিয়েছে। আমরা নারী-পুরুষ মিলে কাজ করে বিশ্বকে তাক লাগিয়ে দিতে চাই। নারীরা সমাজে এগিয়ে এলে সমাজ সমাদৃত হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশ। শিক্ষার্থীদের উদ্দেশ্যে ডিএসসিসি মেয়র বলেন, তোমরা কি রীভা গাঙ্গুলির মতো হতে চাও, মেয়র হতে চাও।  

শিক্ষার্থীরা সমস্বরে ‘হ্যাঁ’ সূচকের জবাবে তিনি বলেন, এমনটা হতে হলে পড়াশোনার বিকল্প নেই। ফেসবুককে পেছনে ফেলে পড়াশোনায় মনোযোগ দিতে হবে। আমি আগামীতে সিটিতে একজন নারীকে দেখতে চাই, যে এই সিটিকে আরও এগিয়ে নেবে। এর মাধ্যমে নারী সমাজের শক্তিও বেড়ে যাবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর মহিলা কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল মনিরুল ইসলাম। এ সময় রীভা গাঙ্গুলিও বক্তব্য দেন।

বাংলাদেশ সময়: ১৩২৪ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৯ 
ইএআর/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।