রোববার (৩ নভেম্বর) বিকেলে গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সিটি করপোরেশনের চত্বর ও হাতিয়াব এলাকায় গাজীপুর জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর যৌথভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
পরিবেশ অধিদপ্তর গাজীপুর কার্যালয়ের উপ-পরিচালক মো. আব্দুস সালাম সরকার জানান, ইটিপি সম্পন্ন করে কারখানা দু’টির কার্যক্রম চালু করতে নির্দেশ দেওয়া হয়। এছাড়া দূষণবিরোধী এ অভিযান অব্যাহত থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর পরিবেশ অধিদপ্তরের রিসার্চ অফিসার মো. আশরাফ উদ্দিন এবং আনসার বাহিনীর সদস্যরা।
বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৯
আরএস/এএটি