ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপু‌রে ২ কারখানা‌কে জ‌রিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৫ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৯
গাজীপু‌রে ২ কারখানা‌কে জ‌রিমানা

গাজীপুর: প‌রি‌বেশ দূষ‌ণের দা‌য়ে গাজীপুর সি‌টি কর‌পো‌রেশ‌নের চত্বর ও হাতিয়াব এলাকায় দুইটি কারখানা‌কে সাত লাখ টাকা জ‌রিমানা ক‌রে‌ছেন ভ্রাম্যমাণ আদালত।

‌রোববার (৩ ন‌ভেম্বর) বি‌কে‌লে গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন।

ভ্রাম্যমাণ আদালত সূ‌ত্রে জানা গে‌ছে, সি‌টি কর‌পো‌রেশ‌নের চত্বর ও হাতিয়াব এলাকায় গাজীপু‌র জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর যৌথভা‌বে ভ্রাম্যমাণ আদালত প‌রিচালনা ক‌রেন।

এ সময় প‌রি‌বেশ দূষ‌ণের দা‌য়ে হাজী পেপার অ্যান্ড বোর্ড ইন্ডাস্ট্রিজ লিমি‌টে‌ডকে দুই লাখ টাকা ও ভিএফএস থ্রেড ডাইং লিমি‌টেড‌কে পাঁচ লাখ টাকা জ‌রিমানা ক‌রা হয়। কারখানা দু‌’টি ইটিপি অসম্পূর্ণ রেখে উৎপাদন এর বর্জ্য নির্গমণ করে পরিবেশ দূষণ ক‌রে আস‌ছিল।

পরিবেশ অধিদপ্তর গাজীপুর কার্যালয়ের উপ-প‌রিচালক মো. আব্দুস সালাম সরকার জানান, ইটিপি সম্পন্ন করে কারখানা দু’টির কার্যক্রম চালু করতে নির্দেশ দেওয়া হয়। এছাড়া দূষণবি‌রোধী এ অ‌ভিযান অব্যাহত থাক‌বে।

এ সময় উপ‌স্থিত ছি‌লেন গাজীপুর পরিবেশ অধিদপ্ত‌রের রিসার্চ অফিসার মো. আশরাফ উদ্দিন এবং আনসার বাহিনীর সদস্যরা।

বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, ন‌ভেম্বর ০৩, ২০১৯
আরএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।