ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

সিলেটে অবৈধ গরুর হাট উচ্ছেদ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৬ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৯
সিলেটে অবৈধ গরুর হাট উচ্ছেদ অবৈধ গরুর হাট উচ্ছেদ করা হচ্ছে। ছবি: বাংলানিউজ

সিলেট: ভারতের সীমান্তবর্তী সিলেটের কানাইঘাটে সড়কের বাজার এলাকায় অবৈধ গরুর হাট উচ্ছেদ করা হয়েছে।

রোববার (৩ নভেম্বর) ওই হাটে পুলিশ অভিযান চালিয়ে গরু বের করে দেওয়া হয়।

এতে ব্যবসায়ীরা ক্ষুব্ধ হলেও স্থানীয়রা এটিকে সাধুবাদ জানিয়েছেন।

স্থানীয়দের অনেকে জানিয়েছেন, জেলা প্রশাসনের অনুমতি ছাড়া গড়ে ওঠা বাজারটিতে বেশিরভাগ গরু ভারত থেকে চোরাই পথে আসে। অবৈধ বাজার হওয়াতে স্থানীয়রা এখানে গরু তোলেন না।

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দোহা বাংলানিউজকে বলেন, চোরাই গরু বিক্রির অভিযোগে বাজারটি উচ্ছেদ করা হয়েছে। যদিও উচ্ছেদের এখতিয়ার পুলিশ রাখে না, এটা উপজেলা প্রশাসনের কাজ। কিন্তু চোরাই গরু বিক্রির কারণে অপবাদ পুলিশের উপর আসছে। আর দুর্নাম রাখতে চাই না, তাই বাজার উচ্ছেদ করেছি।  

বাংলাদেশ সময়: ১৯৫৩ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৯
এনইউ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।