রোববার (০৩ নভেম্বর) বিকেলে মুন্সীবাড়ি এলাকার এইচ এম ম্যানশন ভবনটি ধসে পড়ে। ভবনটির মালিক আজহারুল ইসলাম মালয়েশিয়া প্রবাসী।
নিহত শিক্ষার্থীর নাম শোয়েব (১২), সে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। সে ওই এলাকার মৃত শাহাবুদ্দিনের ছেলে এবং বাবুরাইল ব্যাপারীপাড়ার সানরাইজ স্কুলের ছাত্র।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা বারিক জানান, নিহতের পরিবারকে সদর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ২০ হাজার টাকা দেওয়া হয়েছে। এছাড়া আহত পাঁচ জনের চিকিৎসা দেওয়া হয়েছে এবং তাদের ব্যাপারেও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তা করা হবী।
তিনি আরো জানান, বাড়িটির ব্যাপারে ও আশেপাশের ঝুঁকিপূর্ণ বাড়ির ব্যাপারেও সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। কি কারণে এটি ধসে পড়েছে সে ব্যাপারেও তদন্ত করে জানা হবে।
স্থানীয়রা জানান, ভবনটি মূলত একটি ডোবার উপর নির্মাণ করা হয়েছিল। স্থানীয়রাও এ ব্যাপারে অনেকবার নিষেধ করেছিলেন। ভবনটির কোনো সয়েল টেস্ট কিংবা রাজউকের অনুমতি ছাড়াই নাকি পাইলিং ছাড়া নির্মাণ করা হয়েছিল। ছিল না কোনো ফাউন্ডেশনও। ভবনটি তিনতলা পর্যন্ত করার পর সম্প্রতি চারতলার ছাদ ঢালাই দেওয়া হয়। আর এ লোড নিতে না পেরে রোববার ধসে পড়ে ভবনটি।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আরেফিন জানান, বিকেল ৪টায় হঠাৎ করে চারতলা নির্মাণাধীন একটি ভবন ধসে পড়েছে। এতে একজন নিহত হয়েছেন। ফায়ার সার্ভিসের একাধিক টিম উদ্ধার কাজ শুরু করেছে।
বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৯
জেডএস