রোববার (৩ নভেম্বর) বিকেলে রাজধানীর জাতীয় জাদুঘরে ‘ভারত –বাংলাদেশ সম্প্রীতি সংসদ’ আয়োজিত সম্প্রীতি সম্মেলনে অতিথি হিসেবে এসব কথা জানান তারা।
ভারতের ত্রিপুরা অঙ্গরাজ্যের বিধানসভার বিধায়ক আশীষ কুমার সাহার সভাপতিত্বে এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার স্পিকার রেবতি মোহন দাস, বিধায়ক সুদীপ রায় বর্মণ, ত্রিপুরা অঙ্গরাজ্যের কৃষি, পরিবহন ও পর্যটন বিষয়ক মন্ত্রী প্রাণজিত সিংহ রায় প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আমরা চাই প্রতিবেশী দেশগুলোর মধ্যে নিবিড় সুসম্পর্ক বজায় থাকুক। দু'দেশের মানুষ যদি সব সীমাবদ্ধতা ভুলে সম্প্রীতিতে একসঙ্গে সামিল হয়, তবে দু'দেশের রাজনৈতিক, সামাজিক ও বাণিজ্যিক কর্মকাণ্ড আরও স্বচ্ছ হবে।
আয়োজনে বক্তারা বাংলাদেশ-ভারত দু'দেশের মধ্যে সম্প্রীতি বাড়াতে গুরুত্বারোপ করেন সংস্কৃতি বিনিময়ে। দু’দেশের কবি-সাহিত্যিকদের রচনাগুলো যৌথভাবে প্রকাশ করার পাশাপাশি যৌথ প্রযোজনার সিনেমা বাড়ানো যেতে পারে বলেও মন্তব্য করেন তারা।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, আমন্ত্রিত অতিথি ও বিভিন্ন সাংস্কৃতিক ব্যক্তিদের উত্তরীয় এবং ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়।
বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৯
এইচএমএস/এএ