রোববার (৩ নভেম্বর) বিকেলে উপজেলার ফতেহপুরে পঞ্চম খণ্ড গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- গাছের মালিক, ফতেহপুর প্রথম খণ্ড গ্রামের বাসিন্দা আব্দুর রহমান (৪৮) ও একই গ্রামের বশির উদ্দিনের ছেলে ট্রলির চালক কামাল উদ্দিন (২৬)।
স্থানীয়দের বরাত দিয়ে ঘটনাস্থল থেকে গোয়াইনঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) সুরঞ্জিত তালুকদার বাংলানিউজকে বলেন, পঞ্চম খণ্ড গ্রামে টিলা থেকে কেনা গাছ কেটে ট্রলি দিয়ে নিচ্ছিলেন আব্দুর রহমান। আর ট্রলির মালিক কামাল উদ্দিন নিজেই ট্রলি চালাচ্ছিলেন। উচু-নিচু রাস্তায় নামতে গিয়ে ট্রলিটি উল্টে যায়। এসময় রশি দিয়ে বাঁধা গাছ ছুটে গিয়ে দু’জন আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।
তিনি বলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের অনুমতি সাপেক্ষে রাতে নিহতদের মরদেহ বিনা ময়নাতদন্তে স্বজনরা দাফনের জন্য নিয়ে গেছেন।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আহাদ বাংলানিউজকে বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। ট্রলি উল্টে গাছ ছিটকে গিয়ে এ দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় ট্রলির হেলপার আহত হয়েছেন।
বাংলাদেশ সময়: ২০৫৪ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৯
এনইউ/এএটি