রোববার (৩ নভেম্বর) রাতে দোয়ারাবাজার থানায় মুক্তিযোদ্ধা আব্দুল বারিকের দ্বিতীয় স্ত্রীর ছেলে মাসুক মিয়া বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন।
এ ঘটনায় নিহত মুক্তিযোদ্ধা আব্দুল বারিকের প্রথম স্ত্রী আছিয়া বেগম (৬০) ও ছেলে মিলন মিয়াকে (২২) গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।
রোববার সকালে উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের সুলতানপুর গ্রামের এ ঘটনা ঘটে।
দোয়ারাবাজার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাশেম বলেন, এঘটনায় মুক্তিযোদ্ধা আব্দুল বারিকের দ্বিতীয় পক্ষের স্ত্রীর ছেলে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। তাই এ ঘটনায় আব্দুল বারিকের স্ত্রী ও ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে।
বাংলাদেশ সময়: ০১৫৫ ঘন্টা, নভেম্বর ০৩, ২০১৯
এসএইচ