ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

সুনামগঞ্জে মুক্তিযোদ্ধা হত্যাকাণ্ডে মামলা দায়ের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৮ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৯
সুনামগঞ্জে মুক্তিযোদ্ধা হত্যাকাণ্ডে মামলা দায়ের

সুনামগঞ্জ:সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের সুলতানপুর গ্রামে মুক্তিযোদ্ধা আব্দুল বারিক হত্যাকাণ্ডে মামলা দায়ের করা হয়েছে।

রোববার (৩ নভেম্বর) রাতে দোয়ারাবাজার থানায় মুক্তিযোদ্ধা আব্দুল বারিকের দ্বিতীয় স্ত্রীর ছেলে মাসুক মিয়া বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন।  

 এ ঘটনায় নিহত মুক্তিযোদ্ধা আব্দুল বারিকের প্রথম স্ত্রী আছিয়া বেগম (৬০) ও ছেলে মিলন মিয়াকে (২২) গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।

রোববার সকালে উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের সুলতানপুর গ্রামের এ ঘটনা ঘটে।  

দোয়ারাবাজার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাশেম বলেন, এঘটনায়  মুক্তিযোদ্ধা আব্দুল বারিকের দ্বিতীয় পক্ষের স্ত্রীর ছেলে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। তাই এ ঘটনায় আব্দুল বারিকের স্ত্রী ও ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে।
 
বাংলাদেশ সময়: ০১৫৫ ঘন্টা, নভেম্বর ০৩, ২০১৯
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।