ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

ভোলায় ১২ জেলের জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২১ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৯
ভোলায় ১২ জেলের জরিমানা

ভোলা: ভোলার ইলিশায় মেঘনা নদীতে নিষিদ্ধ জাল দিয়ে মাছ শিকার করায় ১২ জেলেকে ৪ হাজার টাকা করে জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৩ অক্টোবর) রাতে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কামাল হোসেন এ জরিমানা আদায় করেন।

জরিমানা আদায়করা জেলেরা হলেন, আবু তাহের(৬৫),মো: শাহাদাত (১৮),সোনা মিয়া (২৮),শরিফ (৩০),শেকুন(৫০) আলী হোসেন (৩৫),মো: ছোলেমান (২০),মনির(২৪),মেহেরাজ (২৫),হাসান (২৮),জাহাঙ্গির (৩৮)।


এছাড়াও মেঘনার নদীর বঙ্গের চর অংশ হতে বেহুন্দী জালসহ ২টি নৌকা ও ৫০ কেজি মাছ জব্দ করা হয়।

কোস্টগার্ড জানিয়েছে, কোস্টগার্ড ও মৎস্যবিভাগের একটি টিম মেঘনার ইলিশা পয়েন্ট থেকে ১৪ জেলেকে আটক করে। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে  দুইজন শিশু থাকায় তাদের ছেড়ে দেয়া হলেও ১২ জনকে জরিমানা আদায় করে। জব্দকরা জাল গুলো পরে পুড়িয়ে ফেলা হয়। আটক সকল জেলে চাদঁপুরের বলে জানা যায়।

বাংলাদেশ সময় ০২০২ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৯
এসএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।