ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

ধামরাইয়ে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার, আটক ৪

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১০ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৯
ধামরাইয়ে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার, আটক ৪

ধামরাই (ঢাকা): ঢাকার ধামরাইয়ে মুন্নি আক্তার (১৪) নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এঘটনায় ৪ জনকে আটক করেছে পুলিশ।

রোববার (০৩) রাতে ধামরাইয়ের রাজাপুর এলাকায় নিজ বাড়ি থেকে ওই কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত মুন্নি আক্তার চৌহাট ইউনিয়নের রাজাপুর গ্রামের মনির হোসেনর মেয়ে।

সে রাজাপুর কহেলা বাহারাম মল্লিক উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর শিক্ষার্থী।

আটকরা হলেন-চৌহাট ইউনিয়নের চড় রাজাপুর গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে রবিন ইসলাম (১৭), একই গ্রামের জাবিক হোসেনের ছেলে রাব্বি (১৫), ইউনুস খানের ছেলে সফিকুল খান (১৬), আব্দুল বারেকের ছেলে বকুল মিয়া (১৫)।
ধামরাই থানার পুলিশ পরিদর্শক (ওসি) দীপক চন্দ্র সাহা বাংলানিজকে জানান, রাজপুর গ্রামে এক মেয়ে আত্মহত্যা করেছে এমন খবরের ভিত্তিতে ঘটনা স্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। সেই সাথে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৪ জনকে আটক করা হয়েছে।

তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মুন্নি প্রেমঘটিত কারণে আত্মাহত্যা করেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ০৫১০ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৯
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।