কিন্তু মেয়র হিসেবে স্মরণোৎসব কমিটিতে আরিফুল হক চৌধুরীকে রেখেছেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। এ কারণে কতিপয় আ’লীগ নেতার সৃষ্ট বিভাজনটাও হয়তো তার নখদর্পণে।
এ কারণে জেলা পরিষদের এক অনুষ্ঠানে মোবাইল ফোনে নিজের আবেগঘন বক্তব্য দিতে গিয়ে সাবেক অর্থমন্ত্রী কাঁপা কন্ঠে বলেছেন, কবিগুরুর শতবর্ষ স্মরণোৎসব হয়তো তার জীবনের শেষ অনুষ্ঠান!, এটা মনে করে স্মরণোৎসব সফলে সিলেটের আওয়ামী লীগ, সুশীল সমাজের নেতা ও পেশাজীবীদের অনুরোধ জানান। এরপরও অনুষ্ঠান নিয়ে আলোচনা-সমালোচনা চলছেই।
এ অবস্থায় রোববার (০৩ অক্টোবর) রাতে সিলেট সিটি করপোরেশনের চার কর্মকর্তা সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের ছড়ারপার বাসায় ‘গোপন’ বৈঠকে মিলিত হন। এশার নামাজের পর রাত ৮টার দিকে কর্মকর্তারা সাবেক মেয়রের ছড়ারপার বাসায় ঢোকেন- বলে স্থানীয় সূত্রে জানা যায়।
বৈঠকে অংশ নেন সিসিকের প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান, নির্বাহী প্রকৌশলী (সিভিল) শামসুল হক ও আলী আকবর, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) রুহুল আলম। বাসায় ঢোকার আগে সিটি করপোরেশনের স্টিকার সম্বলিত প্রকৌশলীদের বহনকারী গাড়ি মেয়রের বাসার পার্শ্ববর্তী গোয়ালি ছড়ার উপর কালভার্টের উপর রেখে যান।
স্থানীয়রা আরো বলেন, বাসায় প্রায় আড়াই ঘণ্টা রুদ্ধদ্বার বৈঠক চলাকালে সাংবাদিকরা কর্মকর্তাদের গাড়ির ছবি তুলতে গেলে চালক হাত দিয়ে মুখ ঢেকে রাখেন। পরে চালক প্রকৌশলীদের না নিয়েই গাড়ি নিয়ে স্থান ত্যাগ করেন।
বাসার দোতলায় বৈঠক চলাকালে নীচ তলায় একটি এক সাংবাদিক সাবেক মেয়রের সাক্ষাৎ পেতে অপেক্ষমান ছিলেন। বৈঠক চলাকালে প্রকৌশলীদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেও তারা ফোন রিসিভ করেননি। শেষে প্রকৌশৈলীরা সাবেক মেয়রের গাড়িতে করে বাসা থেকে বেরিয়ে যান বলেও জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
এ বিষয়ে সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান বলেন, সিসিকের প্রকৌশলীরা তার সঙ্গে সৌজন্য সাক্ষাতে এসেছিলেন।
এ বিষয়ে জানতে চাইলে সিসিকের প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান বলেন, নগরীর উপশহরে সাবেক মেয়রের একটি বাসা রয়েছে। ওই বাসার কিছু সমস্যা রয়েছে, এ জন্য তিনিসহ নির্বাহী প্রকৌশলীদের নিয়ে যেতে বলেছিলেন। তাই নির্বাহী প্রকৗশলী শামসুল হক, আলী আকবর ও বিদ্যুতের নির্বাহী প্রকৌশলী রুহুল আলমসহ সাবেক মেয়রের বাসায় যাই। তবে বৈঠকে রবীন্দ্র শতবর্ষ স্মরণোৎসবের বিষয়ে কোনো আলাপ-আলোচনার হয়নি বলেও তিনি জানান।
বাংলাদেশ সময়: ০৫২৮ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৯
এনইউ/এসএইচ