রোববার (৩ নভেম্বর) রাতে র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার বিএন এম শোভন খান এ তথ্য নিশ্চিত করেছেন। ওইদিন দুপুরে নিকলীর মজলিশপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক মেহেদী হাসান পুষ্প উপজেলার মজলিশপুর এলাকার মির্জালীর ছেলে। তিনি কারপাশা ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি পদে দায়িত্ব পালন করে আসছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার বিএন এম শোভন খান বাংলানিউজকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে রোববার দুপুরে নিকলীর মজলিশপুর এলাকায় অভিযান চালিয়ে মেহেদী হাসান পুষ্পকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৫০০ পিস ইয়াবা জব্দ করা হয়।
তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিকলী থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ০৬২২ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৯
এসএইচ