ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

চীন পৌঁছেছেন সেনাপ্রধান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৮ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৯
চীন পৌঁছেছেন সেনাপ্রধান সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ।

ঢাকা: চারদিনের সরকারি সফরে চীন পৌঁছেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ।

সোমবার (৪ নভেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, রোববার (৩ নভেম্বর) দিনগত রাতে একটি বেসরকারি এয়ারলাইন্স যোগে চীনের উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন সেনাপ্রধান।

সোমবার ভোরে তিনি চীনের বেইজিং পৌঁছান।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ চীন সফরকালে দেশটির প্রতিরক্ষামন্ত্রী এবং পিপলস লিবারেশন আর্মি গ্রাউন্ড ফোর্সের কমান্ডারসহ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন। পাশাপাশি তিনি চীন সেনাবাহিনীর একটি বিশেষ প্রশিক্ষণ প্রদর্শনী পর্যবেক্ষণ করবেন। এছাড়াও তিনি চীন অলিম্পিক কমিটির নেতাদের সঙ্গেও সাক্ষাৎ করবেন। সফরকালে তিনি চীনের একাধিক সামরিক ও বেসামরিক স্থাপনা এবং গবেষণা প্রতিষ্ঠান পরিদর্শন করবেন। সফর শেষে সেনাপ্রধানের আগামী ৯ নভেম্বর দেশে ফেরার কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ১১৫৭ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৯
টিএম/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।