ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

প্রবাসী নারী শ্রমিকদের মর্যাদা নিশ্চিত করতে মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৩ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৯
প্রবাসী নারী শ্রমিকদের মর্যাদা নিশ্চিত করতে মানববন্ধন মানববন্ধনে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের নেতারা। ছবি: বাংলানিউজ

ঢাকা: প্রবাসীর লাশ, কান্না, অপমান দেখতে চাই না। সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে নারী শ্রমিকদের লাঞ্ছনার প্রতিকার এবং প্রবাসে নারী শ্রমিকদের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিতের দাবিতে মানববন্ধন করেছে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট।

সোমবার (৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন করা হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করবেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় সভাপতি রাজেকুজামান রতন।

 

মানববন্ধনে বক্তব্য রাখেন শ্রমিক নেতা খালেকুজামান রিপন, সেলিম মাহমুদ, সম্পা বসু, আবু নাঈম খান বিপ্লব প্রমুখ।

বক্তরা বলেন, দেশে প্রতিদিন ১০টি করে প্রবাসীদের মরদেহ আসছে। গত তিন মাসে তিন হাজার মরদেহ দেশে এসেছে। এদের ৯৫ শতাংশ অস্বাভাবিক মৃত্যু। আর ৫ শতাংশ স্বাভাবিক মৃত্যু। এত মৃত্যুর পরেও সরকারের টনক নড়ছে না। একজন নারী বিপরীতে দু’জন পুরুষ শ্রমিক সৌদ আরবসহ মধ্যপ্রাচ্যে পাঠাচ্ছে সরকার। এসব বন্ধ করতে সরকারের কাছে আহ্বান জানান বক্তরা।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৯
পিএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।