সোমবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার আশতলাপাড়ার একটি ইটভাটায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জিহাদ আলী একই উপজেলার বাঁকা গ্রামের দিনমজুর তরিকুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানায়, দুপুরে আশতলাপাড়ার এএনজেএম ব্রিকসের একটি ইটভাটার অদূরে জিহাদ ও তার বন্ধুরা খেলা করছিল। এসময় হঠাৎ পাশের মাটির স্তুপ ধসে পড়লে চাপা পড়ে জিহাদ। এতে সে গুরুতর আহত হয়।
পরে তার পরিবারের লোকজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক জিহাদকে মৃত ঘোষণা করেন।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ গনি মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৪৩৩ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৯
আরএ