ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে নবজাতকের মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫১ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৯
বরিশালে নবজাতকের মরদেহ উদ্ধার

বরিশাল: বরিশাল নগরের জিয়া সড়ক থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (৪ নভেম্বর) সকালে মরদেহটি উদ্ধার করে কোতোয়ালি থানা পুলিশ।

এর আগে সড়কের পাশে থাকা ওই মরদেহটি স্থানীয়রা পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়।

পরে পুলিশ মরদেহটি উদ্ধার করা হয়।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আসাদুজ্জামান বাংলানিউজকে জানান, মরদেহটি উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য ব‌রিশাল শের-ই-বাংলা মে‌ডি‌ক্যাল ক‌লেজ (শেবাচিম) হাসাতাল মর্গে পাঠায়।

কে বা কারা নবজাতকের এই মরদেহটি ফেলে রেখে গেছে তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান ওই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৪৫২ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৯
এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।