ভারতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে জয়ের পরদিন সোমবার (০৪ নভেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বাংলাদেশের টেস্ট স্ট্যাটাসের পেছনে নতুন মন্ত্রিপরিষদ সচিবের প্রসঙ্গ টানেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
সাংবাদিকেরা জানতে চান- ক্রিকেটারদের অভিনন্দন জ্ঞাপন করা হয়েছে কি-না? এ প্রসঙ্গ আসতেই মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘কেবিনেট শুরু হওয়ার আগে...।
ক্রিকেটার হিসেবে খন্দকার আনোয়ারুল নিজের প্রসঙ্গে বলেন, ‘আমি নিজে, ডু ইউ নো আই ওয়াজ অ্যা ক্রিকেটার? আই অ্যালসো প্লেইড ইন ফার্স্ট ডিভিশন অ্যান্ড আবাহনী অ্যান্ড ইয়ং পেগাসাস। ’
বাংলাদেশের টেস্ট স্ট্যাটাসের পেছনেও অবদান ছিল খন্দকার আনোয়ারুলের; সেই প্রসঙ্গ টেনে তিনি বলেন, নট অনলি দ্যাট, আজকে ক্যাবিনটে অর্থমন্ত্রী বলেছেন- বাংলাদেশের টেস্ট স্ট্যাটাসের পেছনে আমাদের কেবিনেট সেক্রেটারির অবদান আছে।
সে সময়ের স্মৃতিচারণ করে মন্ত্রিপরিষদ সচিব বলেন, তখন সাবের হোসেন চৌধুরী সাহেব ছিলেন বোর্ডের সভাপতি, আমার এই মন্ত্রী (অর্থমন্ত্রী) ছিলেন ক্রীড়ামন্ত্রী, ‘আশরাফুল ভাই ছিলেন তখন আইসিসির সঙ্গে কো-অর্ডিনেটর, অ্যাড হি ওয়াজ দ্য জেনারেল সেক্রেটারি অব ক্রিকেট বোর্ড, আই ওয়াজ দ্য ডিরেক্টর অব স্পোর্টস। স্টেডিয়ামগুলো সব আমার আন্ডারে ছিল। মিনি ওয়ার্ল্ডকাপ থেকে শুরু করে পরবর্তীতে এশিয়া ওয়ার্ল্ডকাপে বাংলাদেশের স্ট্যাটাস... ওই অনুষ্ঠানটি কিন্তু আমি উপস্থাপনা করেছিলাম স্টেডিয়ামে। ’
‘প্রথম যে উদ্বোধনী টেস্ট, ডিসিশন হলো যে, প্রফেশনাল অ্যানাউন্সারের চেয়ে যিনি ক্রিকেট অরিয়েন্টেড তিনি, বিকজ ইউ আর অ্যা ক্রিকেটার ইউ উইল বি বেটার টু এক্সপ্লেইন এভ্রিথিং, আমরা ছিলাম ওখানে। সুতরাং প্রথম আলোচনায় আমরা অংশ নিয়েছি। কেবিনেট শুরুর আগে। সবাই খুবই সন্তুষ্ট। আমার ধারণা আপনারা খুবই জয়েজ মুডে আছেন। ’
একজন সাংবাদিক বলেন, ‘আপনার সৌভাগ্য যে গতকাল বাংলাদেশ জিতেছে। মন্ত্রিপরিষদ সচিব বলেন, সৌভাগ্য কেন, উই প্লেইড বেটার। মুশফিক যে ইনিংস খেলেছে, এটা সম্ভবত টি-টুয়েন্টির ওয়ান অব দ্য বেস্ট ইনিংস। ’
গত ২৮ অক্টোবর মন্ত্রিপরিষদ সচিব হিসেবে যোগ দেন সেতু বিভাগের সিনিয়র সচিব আনোয়ারুল ইসলাম।
যোগদানের পর ব্যস্ততা নিয়ে তিনি বলেন, ‘চার-পাঁচ দিন ধরে এতলোক আর এতকিছু...! আর আমিও নতুন আসছি তো। যদিও আমি এর আগে কাজ করে গেছি। কিন্তু কেবিনেট সেক্রেটারি তো ছিলাম না। আর কিছু বিষয়, আমারও বুঝতে সময় লাগছে একটু। আপনাদের যে সহযোগিতা লাগবে, তা সংশ্লিষ্ট উইং থেকে পাবেন। ’
বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৯
এমআইএইচ/টিএ