সোমবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ডালম্বা-পাইকপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা। রাজ্জাক উপজেলার ডালম্বা গ্রামের আজির উদ্দিন মণ্ডলের ছেলে।
জানা যায়, পেশায় রং মিস্ত্রির কাজ করতেন নিহত রাজ্জাক। রোববার (৩ নভেম্বর) রাতের খাবার খেয়ে স্ত্রী সন্তানসহ তিনি ঘুমিয়ে পড়েন। গভীর রাতে তিনি স্ত্রী সাহিদা বেগম ও শিশুকন্যা রেশমাকে ঘুমন্ত অবস্থায় রেখে দরজায় তালা দিয়ে বেরিয়ে যান।
আদমদীঘি থানার উপ-পরিদর্শক (এসআই) আবু সাইদ বাংলানিউজকে জানান, সোমবার সকালে উপজেলার ডালম্বা-পাইকপাড়া এলাকায় একটি কাঁঠাল গাছের ডালে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার মরদেহ ঝুলতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠায়। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।
তিনি আরও জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮২১ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৯
কেইউএ/আরবি/