ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

খোকার সম্মানে ডিএসসিসিতে বৃহস্পতিবার ছুটি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৭ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৯
খোকার সম্মানে ডিএসসিসিতে বৃহস্পতিবার ছুটি

ঢাকা: অবিভক্ত সিটি করপোরেশনের মেয়র মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার মৃত্যুতে শোক জানিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) কর্তৃপক্ষ। সাবেক মেয়রের সম্মানে বৃহস্পতিবার (৭ নভেম্বর) পূর্ণ দিবস ছূটি ঘোষণা করা হয়েছে। 

বুধবার (০৬ নভেম্বর) ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা উত্তম কুমার রায় বাংলানিউজকে এ তথ্য জানান।  

তিনি জানান, অবিভক্ত সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার মৃত্যুতে তার প্রতি সম্মান প্রদর্শন করে করপোরেশনের প্রচলিত নিয়ম অনুযায়ী, অফিস ছুটি ঘোষণা করা হয়।

‘বৃহস্পতিবার করপোরেশনের প্রধান কার্যালয় নগর ভবনসহ আঞ্চলিক কার্যালয়সমূহ বন্ধ থাকবে। ’

তবে সিটি করপোরেশনের জরুরি সেবাসমূহ এ ছুটির আওতামুক্ত থাকবে বলে জানান উত্তম রায়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ডিএসসিসির ব্যবস্থাপনায় বৃহস্পতিবার বিকেল ৩টার সময় নগর ভবন প্রাঙ্গণে মরহুম সাদেক হোসেন খোকার জানাজা অনুষ্ঠিত হবে।  

ক্যান্সার আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন অবস্থায় গত ৪ নভেম্বর বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী খোকার মৃত্যু হয়। বৃহস্পতিবার তার মরদেহ দেশে এসে পৌঁছানোর কথা।

সাবেক মেয়রের মৃত্যুতে শোক জানিয়েছেন ডিএসসিসির মেয়র সাঈদ খোকন।   

বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৯
ডিএইচবি/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।