ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

সোনালী ব্যাংকের সাবেক কর্মকর্তাকে গ্রেফতার 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৮ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৯
সোনালী ব্যাংকের সাবেক কর্মকর্তাকে গ্রেফতার  দুদক কার্যালয়

ঢাকা: পেনশন বিলের এক কোটি ৮৪ লাখ ৩৯ হাজার ২৩৭ টাকা আত্মসাতের মামলায় সোনালী ব্যাংকের সাবেক কর্মকর্তা এমএ সালেককে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (৬ নভেম্বর) দুপুর রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

সোনালী ব্যাংকের মুন্সীগঞ্জ ভবেরচর শাখায় কর্মরত থাকাকালে সালেক পেনশন বিল খাতের এক কোটি ৮৪ লাখ ৩৯ হাজার ২৩৭ টাকা আত্মসাতের ঘটনা ঘটান।

২০১৭ সালের ২ ডিসেম্বর স্থানীয় গজারিয়া থানায় ব্যাংককের ওই শাখার তৎকালীন ব্যবস্থাপনক মো. নুরুল ইসলাম বাদী হয়ে এম এ সালেকসহ আরও কয়েকজনের বিরুদ্ধে মামলা করে। মামলায় দণ্ডবিধির ৪০৯/৪২০ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায় অভিযোগ আনা হয়।

পরে মামলাটি দুদককে তদন্তের নির্দেশ দেয় আদালত। দুদকের সমন্বিত জেলা কার্যালয়-২ এর সহকারী পরিচালক আ. সালাম আলী মোল্লা মামলাটি তদন্ত করছেন। মামলাটি তদন্ত থাকা অবস্থায় আসামিকে গ্রেফতার করা হয়।

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৯
এসএমএকে/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।