ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

ভৈরবে সাড়ে ৫ হাজার পিস ইয়াবাসহ ২ নারী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৬ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৯
ভৈরবে সাড়ে ৫ হাজার পিস ইয়াবাসহ ২ নারী আটক

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় ৫৭৫০ পিস ইয়াবাসহ রিনা (২৮) ও রোজিনা (৫৫) নামে দুই নারী মাদক বিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

বুধবার (০৬ নভেম্বর) দুপুরে ভৈরব রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাদের আটক করা হয়। সন্ধ্যায় র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) এএসপি সমীর সরকার বিষয়টি জানান।

 

আটকরা হলেন- কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার ভাগলপুর এলাকার আব্দুর রহিম ওরফে বাচ্চু মিয়ার স্ত্রী রিনা (২৮) এবং একই এলাকার মৃত কালাচানের স্ত্রী রোজিনা (৫৫)।

র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) এএসপি সমীর সরকার বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে ভৈরব রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান চালিয়ে রিনা ও রোজিনাকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৫৭৫০ পিস ইয়াবা জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভৈরব থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।