ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

জেডিসি পরীক্ষার্থীকে শ্লীলতাহানির চেষ্টায় বখাটে গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৪ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৯
জেডিসি পরীক্ষার্থীকে শ্লীলতাহানির চেষ্টায় বখাটে গ্রেফতার ছবি: প্রতীকি

বরিশাল: বরিশালের আগৈলঝাড়ায় জেডিসি পরীক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে আরমান হাওলাদার মেহেদী নামে এক বখাটেকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে বুধবার (৫ নভেম্বর) সকালে আগৈলঝাড়া থানায় মামলা দায়ের করেন মেয়েটির মা।

অভিযোগের ভিত্তিতে বুধবার (৬ নভেম্বর) সকালেই গৈলা বাজার থেকে আরমানকে গ্রেফতার করে পুলিশ। সে ইউনিয়নের সুজনকাঠী গ্রামের শহিদ হাওলাদারের ছেলে ।

মামলা সূত্রে জানা যায়, উপজেলার বাগধা ইউনিয়নের আমবৌলা গ্রামের মতিউর রহমান সিকদারের মেয়ে হালিমা আক্তারকে বহুদিন থেকে উত্ত্যক্ত করে আসছিল আরমান।   আমবৌলা কেরামতিয়া আলিম মাদ্রাসার শিক্ষার্থী হালিমা।

সম্প্রতি গৈলা দাখিলা মাদ্রাসা কেন্দ্রে পরীক্ষা দিতে আসা-যাওয়ার সময় হালিমাকে উদ্দেশ্য করে বাজে মন্তব্য করে আরমান। মঙ্গলবার (৫ নভেম্বর) আপত্তিকর কথাবার্তার প্রতিবাদ করায় হালিমার হিজাব টেনে খুলে ফেলে আরমান ও অবমাননাকর আচরণ করে। এসময় মেয়েটির চিৎকারে স্থানীয়রা ছুটে আসলে পালিয়ে যায় আরমান।

এ ঘটনায় হালিমার মা শিখা বেগম বাদী হয়ে বুধবার (৬ নভেম্বর) সকালে আগৈলঝাড়া থানায় তার মেয়েকে শ্লীলতাহানির চেষ্টায় মামলা দায়ের করেন।

পরে পুলিশের উপপরিদর্শক (এসআই) তৈয়বুর রহমান গৈলা বাজার এলাকা থেকে আরমানকে গ্রেফতার করেন।

বাংলাদেশ সময়: ২০৩৪ ঘণ্টা,নভেম্বর ০৬, ২০১৯

এমএস/কেএসডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।