ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

পরশুরামে সরকারি খাস জমি উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২৫ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৯
পরশুরামে সরকারি খাস জমি উদ্ধার

ফেনী: ফেনীর পৌর এলাকার সলিয়া গ্রামের রাস্তার পাশে বেদখলে থাকা দুই শতক সরকারি খাস জমি ‍উদ্ধার করেছে পরশুরাম পৌরভূমি অফিস।

বুধবার (৬ নভেম্বর) পরশুরাম পৌর ভূমি কর্মকর্তা মহিউদ্দিনের নেতৃত্বে সলিয়া গ্রামের রাস্তার পাশে বেদখলে থাকা বিএস খতিয়ান ৭০৯ দাগে এক নম্বর সরকারি খাস খতিয়ানভুক্ত ২ শতক জমি উদ্ধার করা হয়েছে।

এসময় সার্ভেয়ার কবির আহাম্মদসহ পরশুরাম থানার পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পৌর ভূমি অফিস জানায়, উদ্ধার করা জমির আনুমানিক মূল্য প্রায় ১০ লাখ টাকা।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাছিনা আক্তার বাংলানিউজকে জানান, পৌর এলাকার সরকারি খাস জমি উদ্ধার করা হয়েছে। স্থানীয় প্রভাবশালী মহল সরকারি খাস জমিতে স্থাপনা নির্মাণ করে দীর্ঘদিন ভোগদখল করে আসছিলো। নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে অন্যান্য খাসজমিও উদ্ধার করা হবে।

বাংলাদেশ সময়: ২১১৩ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৯
এসএইচডি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।