ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

যশোরে মন্ত্রণালয়ের স্টিকারযুক্ত গাড়িতে অর্ধকোটি টাকা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০৫ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৯
যশোরে মন্ত্রণালয়ের স্টিকারযুক্ত গাড়িতে অর্ধকোটি টাকা যশোরে মন্ত্রণালয়ের স্টিকারযুক্ত গাড়িতে অর্ধকোটি টাকা। ছবি: বাংলানিউজ

ঢাকা: যশোরে মন্ত্রণালয়ের স্টিকারযুক্ত গাড়িতে অর্ধকোটি টাকাসহ প্রতারক চক্রের তিন সদস্যকে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা  (ডিবি) শাখার সদস্যরা। এ সময় তাদের একটি মাইক্রোবাস, সোনালী রংয়ের কয়েকটি কয়েন ও তক্ষকের হাড় উদ্ধার করা হয়েছে।

বুধবার (৬ নভেম্বর) সন্ধ্যায় যশোর শহরের চাঁচড়া চেকপোস্ট এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক দু’জন হলেন-নঁওগা জেলার বদলগাছি উপজেলার বলরামপুর গ্রামের মোয়াজ্জেম হোসেনের ছেলে কাজী মাসুদ পারভেজ, গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার আইখদিয়া গ্রামের মৃত আব্দুল মালেক শেখের ছেলে রেজাউল করীম এবং চালক কুমিল্লার দেবিদ্বার উপজেলার বরুরা গ্রামের আবুল খায়ের।

 

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তৌহিদুল ইসলাম সংবাদ সম্মেলনে জানান, মন্ত্রণালয়ের স্টিকারযুক্ত (ঢাকা-মেট্রো-চ-১৫-৬৮৭০) একটি গাড়িতে মাদকদ্রব্য নিয়ে বেনাপোল থেকে ঢাকার উদ্দেশে রওয়ানা হয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে যশোর শহরের চাঁচড়ায় গাড়িটির গতিরোধ করে তল্লাশি চালিয়ে তিনটি ব্যাগ থেকে ৫৪ লাখ ৫০ হাজার টাকা, বেশ কয়েকটি সোনালী রংয়ের কয়েন ও কয়েকটি তক্ষকের হাড় জব্দ করা হয়।  
আটক রেজাউল করীম পুলিশকে জানান, তাদের সঙ্গে ঢাকার একটি চক্রের কথা হয়। চক্রটি তক্ষকের হৃদপিন্ড ক্রয় করবে বলে জানায়। এক পর্যায় দু’টি হৃদপিন্ড এক কোটি টাকা মূল্য ধার্য্য করা হয়।

আটকদের বিরুদ্ধে যশোর কোতোয়ালি মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান অতিরিক্ত পুলিশ সুপার তৌহিদুল।

বাংলাদেশ সময়: ০০০৪ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৯
ইউজি/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।