ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

সিরাজগঞ্জে সেপটিক ট্যাংকে নেমে শ্রমিকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৩ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৯
সিরাজগঞ্জে সেপটিক ট্যাংকে নেমে শ্রমিকের মৃত্যু

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে সেপটিক ট্যাংকে আটকে পড়ে শফিকুল ইসলাম (২৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই শ্রমিক। 

শুক্রবার (০৮ নভেম্বর) দুপুরের দিকে সিরাজগঞ্জ পৌর এলাকার সয়াধানগড়া উত্তরপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে।  

শফিকুল একই মহল্লার মৃত মন্টু শেখের ছেলে এবং আহতরা হলেন একই এলাকার ইসমাইল (৪২) ও আকাশ (২৫)।

 

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার হামিম বাংলানিউজকে এ তথ্য জানান।

তিনি জানান, সয়াধানগড়া উত্তরপাড়া মহল্লার শামছুল নামে এক ব্যক্তির ৬ তলা ভবনের নির্মাণ কাজ চলছিল। ওই বাড়ির পুরনো সেপটিক ট্যাংক পরিস্কারের কাজ করছিলেন তিন শ্রমিক। তারা অন্তত ১৫ ফুট গভীরে গেলে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে ভেতরেই আটকা পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তাদের আহতাবস্থায় উদ্ধার করে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠায়।  

সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আজিম আহম্মেদ বাংলানিউজকে জানান, হাসপাতালে নেওয়ার পর শফিকুলের মৃত্যু হয়। আহত অন্য দু’জন চিকিৎসাধীন।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।