ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় মাদকবিরোধী অভিযানে আটক ৭

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৬ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৯
বগুড়ায় মাদকবিরোধী অভিযানে আটক ৭

বগুড়া: বগুড়ায় পৃথক স্থানে মাদকবিরোধী অভিযান চালিয়ে ইয়াবা বহন ও সেবনের দায়ে সাতজনকে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা (ডিবি) শাখার সদস্যরা।

ইয়াবা বহনকারীরা হলেন-বগুড়া সদর উপজেলার গাজীপালশা পশ্চিমপাড়া এলাকার মুনছুর শেখের ছেলে সুমন শেখ (২৮), একই এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে মামুনুর রশিত মামুন (২৪), উত্তর গোদারপাড়া এলাকার বাদশার ছেলে সুজন (২৮), শাজাহানপুর উপজেলার মুনসেফপুর জোড়া মাদ্রাসা রোডের খালেকের ছেলে তামজিদ (২৭)। সেবনকারীরা হলেন-বগুড়া সদর উপজেলার মালতিনগর এলাকার আবুল কালাম আজাদের ছেলে তাজুল ইসলাম শাওন (৩০), মৃত শাহ আলমের ছেলে খলিলুর রহমান সোহাগ (৩৮) ও রহমান নগর এলাকার বেলাল কাজীর ছেলে আমিনুল ইসলাম বাপ্পী (৩০)।

শুক্রবার (৮ নভেম্বর) বিকেল ৩টায় বগুড়া ডিবি কার্যালয়ের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বগুড়ার বিভিন্ন স্থানে মাদকবিরোধী অভিযান চালিয়ে চার মাদকবিক্রেতা ও তিন মাদকসেবীকে ২৫০ পিস ইয়াবাসহ আটক করা হয়েছে।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছলাম আলী বাংলানিউজকে জানান, আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৯
কেইউএ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।