ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

পারিবারিক অশান্তির জেরে বরিশালে স্কুলছাত্রীর আত্মহত্যা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪১ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৯
পারিবারিক অশান্তির জেরে বরিশালে স্কুলছাত্রীর আত্মহত্যা

বরিশাল: বরিশালে পারিবারিক অশান্তির জেরে ফারজানা পারভীন রিয়া (১৬) নামে নবম শ্রেণির এক ছাত্রীর আত্মহত্যার অভিযোগ উঠেছে।

শুক্রবার (৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে নগরের অক্সফোর্ড মিশন রোডের ভাড়া বাসায় এ ঘটনায় ঘটে।  

ফারজানা পারভীন রিয়া স্থানীয় মথুরানাথ পাবলিক স্কুলের নবম শ্রেণির ছাত্রী ছিলো।

সে বাকেরগঞ্জ জেলার পাদ্রীশিবপুর ইউনিয়নের সেলিম আকনের মেয়ে। তারা সপরিবারে বরিশাল নগরের অক্সফোর্ড মিশন রোডের একটি ভাড়া বাসায় থাকতেন।

পারিবারিক সূত্রে জানা যায়, বাবা হালিম আকন দিনমজুর হওয়ায় সংসারে অভাব-অনটন লেগেই থাকতো। এর জেরে পারিবারিক কলহ-বিবাদ বেড়েই চলছিলো। এছাড়া রিয়াকে বিয়ে দেওয়ার উদ্যোগ নিলেও অভাবের কারণে তা সম্ভব হচ্ছিল না। এ নিয়ে অশান্তির জেরে সকালে নিজ ঘরে আত্মহত্যা করে রিয়া। এরআগেও রিয়ার বিয়ে হয়েছিলো। তা ভেঙে (ডিভোর্স) যাওয়ায় রিয়া বাবার সংসারে থাকতো।

কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ফিরোজ আল মামুন জানান, রিয়ার মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। আপাতদৃষ্টিতে আত্মহত্যা ছাড়া অন্য কিছু মনে হচ্ছে না। তবে তারপরও ঘটনা খতিয়ে দেখা হবে।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৯
এমএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।