ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

‘বুলবুল’ মোকাবিলায় ১৩ জেলায় সরকারি ছুটি বাতিল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪৯ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৯
‘বুলবুল’ মোকাবিলায় ১৩ জেলায় সরকারি ছুটি বাতিল

ঢাকা: ঘূর্ণিঝড় ‘বুলবুল’ মোকাবিলায় কার্যক্রম গ্রহণের লক্ষ্যে উপকূলীয় ১৩টি জেলার সব সরকারি কর্মকর্তা-কর্মচারীর ৯ ও ১০ নভেম্বর (শনি ও রোববার) সাপ্তাহিক ও সরকারি ছুটি বাতিল করা হয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ‘ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) বাস্তবায়ন বোর্ড’ এর সিদ্ধান্ত অনুযায়ী ছুটি বাতিল করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে শুক্রবার (৮ নভেম্বর) এ সম্পর্কিত আদেশ জারি করা হয়।

এতে বলা হয়, ঘূর্ণিঝড় ‘বুলবুল’ মোকাবিলার প্রস্তুতিসহ পরবর্তী প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের লক্ষ্যে ১৩টি জেলার সব সরকারি কর্মকর্তা-কর্মচারীর ৯ ও ১০ নভেম্বর (শনি ও রোববার) সাপ্তাহিক ও সরকারি ছুটি বাতিল করা হয়েছে।

জেলাগুলো হচ্ছে- সাতক্ষীরা, বাগেরহাট, পটুয়াখালী, ভোলা, বরগুনা, পিরোজপুর, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, খুলনা, চাঁদপুর, কক্সবাজার ও চট্টগ্রাম।

এই জেলাগুলোর সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থল ত্যাগ না করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

ঘূর্ণিঝড় ‘বুলবুল’র প্রভাবে মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে ৭ নম্বর এবং চট্টগ্রাম সমুদ্র বন্দরে ৬ নম্বর বিপদ সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদফতর। আর কক্সবাজারে ৪ নম্বর সংকেত অব্যাহত রয়েছে।

ঘূর্ণিঝড়টি শনিবার সকাল নাগাদ উপকূল অতিক্রম করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বাংলাদেশ সময়: ২৩৪৮ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৯
এমআইএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।