ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

লন্ডনে কমনওয়েলথ মেলা ৯ নভেম্বর

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫২ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৯
লন্ডনে কমনওয়েলথ মেলা ৯ নভেম্বর মেলার ব্যানার

ঢাকা: লন্ডনের কেনসিংটন টাউন হলে শনিবার (৯ নভেম্বর) কমনওয়েলথ মেলার আয়োজন করা হয়েছে। এ মেলায় লন্ডনের বাংলাদেশ হাইকমিশন প্রথমবারের মতো সভাপতিত্ব করছে।

লন্ডনের বাংলাদেশ হাইকমিশন সূত্র জানায়, মেলার আকর্ষণ হিসেবে থাকবে কমনওয়েলথ দেশগুলোর ঐতিহ্যবাহী বিভিন্ন হস্তশিল্প ও পণ্য প্রদর্শনী, ফ্যাশন শো, সাংস্কৃতিক অনুষ্ঠান, র‌্যাফেল ড্র এবং বিভিন্ন দেশের রকমারি খাবারের স্টল।  

কমনওয়েলথ মেলার প্রবেশমূল্য ও মেলা থেকে বিক্রিবাবদ প্রাপ্ত যাবতীয় অর্থ বাংলাদেশসহ কমনওয়েলথভুক্ত দেশগুলোর সুবিধাবঞ্চিত ও মেধাবী কন্যাশিশুদের বৃত্তির লক্ষ্যে কমনওয়েলথ গার্লস এডুকেশন ফান্ডে দেওয়া হবে।

লন্ডনে কমনওয়েলথভুক্ত দেশগুলোর হাইকমিশন এ মেলার আয়োজন করেছে। মেলার প্রবেশমূল্য ৫ পাউন্ড। শিশুদের জন্য ৩ পাউন্ড। মেলায় অংশগ্রহণের জন্য যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনাতাসনীম প্রবাসী বাংলাদেশি নাগরিকদের প্রতি অনুরোধ জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ০০৫০ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৯
টিআর/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।