ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

ফেনীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৭ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৯
ফেনীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক র‌্যাবের হাতে আটক মামুন

ফেনী: সদর উপজেলায় ইয়াবাসহ মো. মামুন (২৪) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। 

শুক্রবার (৮ নভেম্বর) রাতে উপজেলার লালপুল স্টার সিএনজি পাম্প এলাকায় অভিযান চালিয়ে ৫৪০ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়।

ফেনী র‌্যাবের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক সহকারী পুলিশ সুপার মো. নুরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন কতিপয় মাদক ব্যবসায়ী ওই এলাকায় মাদকদ্রব্য বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে।

 

র‌্যাবের একটি দল অভিযান পরিচালনা করলে উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে সদর উপজেলার কালিদহ ইউনিয়নের পশ্চিম ছিলোনিয়া গ্রামের মো. জসিমের ছেলে মো. মামুনকে আটক করা হয়। তার দেহ তল্লাশি করে ৫শ ৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য দুই লাখ ৭০ হাজার টাকা।

তিনি আরও বলেন, আইনানুগ ব্যবস্থার জন্য আসামিকে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
  
বাংলাদেশ সময়: ০৩৪২ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৯
এসএইচডি/এমআইএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।