ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

না’গঞ্জে যুবকের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫১ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৯
না’গঞ্জে যুবকের মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ শহরে শ্যামল দাস (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৮ নভেম্বর) দিনগত রাতে শহরের চাষাঢ়া এলাকায় একটি বাসা থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়।  শ্যামল দাস ওই এলাকার মদন মোহন দাসের ছেলে।

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, দুপুরের খাবার খেয়ে নিজের রুমে চলে যায় শ্যামল। রাত ৮টা বেজে গেলেও ঘর থেকে বের না হওয়ায় পরিবারের লোকজন দরজার ফাঁক দিয়ে ভেতরে দেখতে পায় শ্যামল ঝুলন্ত অবস্থায় রয়েছে। তাৎক্ষণিক ঘরে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে নিকটস্থল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। শ্যামল দীর্ঘদিন ধরে মাদক সেবন করতো। এ নিয়ে প্রায়ই পরিবারের পক্ষ থেকে তাকে বুঝানো হতো।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, রাতে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। ধারণা করা যাচ্ছে, পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করেছে। পরিবার জানিয়েছে শ্যামল মাদকাসক্ত ছিল। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১১৩৮ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৯
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।