ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

ঘূর্ণিঝড় বুলবুল মোকাবিলায় খাগড়াছড়িতে জরুরি সভা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৬ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৯
ঘূর্ণিঝড় বুলবুল মোকাবিলায় খাগড়াছড়িতে জরুরি সভা ঘূর্ণিঝড় মোকাবিলায় খাগড়াছড়িতে জরুরি সভা। ছবি: সংগৃহীত 

খাগড়াছড়ি: ধেয়ে আসা ঘূর্ণিঝড় বুলবুল মোকাবিলায় খাগড়াছড়িতে জরুরি প্রস্তুতি সভা করেছে জেলা প্রশাসন।

শনিবার (০৯ নভেম্বর) সকালে খাগড়াছড়ি জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস।

সভায় আরো উপস্থিত ছিলেন খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী হাসান, সিভিল সার্জন ডা. মো. ইদ্রিস মিয়া, খাগড়াছড়ি পৌর মেয়র মো. রফিকুল আলম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শানে আলমসহ বিভিন্ন দফতরের বিভাগীয় প্রধান। এছাড়াও আলোচনায় অংশ নেন জনপ্রতিনিধি, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরাও।

সভায় অস্থায়ী আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা, সচেতনতামূলক মাইকিং, পাহাড় ধসসহ জরুরি প্রয়োজনে সম্মিলিতভাবে ঘূর্ণিঝড় মোকাবিলায় কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয়।  
 
বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, ০৯ নভেম্বর, ২০১৯
এডি/কেএসডি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।